30.9 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

সাপের দংশনে প্রাণ হারালেন সালেহা বেগম, চিকিৎসার আগেই মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে সাপের কামড়ে সালেহা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বরিদ বাঁশাইল গ্রামে মেয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল হক মিরুন।

নিহত সালেহা বেগমের বাড়ি দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে। প্রায় এক সপ্তাহ আগে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে যান। ঘটনার দিন সকালে উঠানে মেয়েকে ঘরের কাজে সহায়তা করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর গোখরা সাপ এসে তাকে দংশন করে।

সাপের কামড়ের পরপরই সালেহা বেগমকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। ঝাড়ফুঁকের পরও অবস্থার অবনতি হলে পরে তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।

সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, পরে এক সাপুড়ে এসে বিষধর গোখরা সাপটি ধরে ফেলেন।

সোমবার বিকেল সাড়ে ৬টার দিকে পারিবারিক কবরস্থানে সালেহা বেগমের দাফন সম্পন্ন হয়।

স্বজনরা বলছেন, সময়মতো আধুনিক চিকিৎসা পেলে হয়তো তাঁকে বাঁচানো যেত। এখনো অনেক এলাকায় সাপের কামড়ের পর চিকিৎসার বদলে ওঝার ওপর ভরসা করার প্রবণতা রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে মাইলস ব্যান্ডে যুক্ত হয়েছিলেন?

শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে তাকাতে চাই মাইলসের শুরুর দিনগুলোতে। তখন ১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে এই ব্যান্ডে যুক্ত...