Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু শোবিজ অঙ্গনে শোকের ছায়া ফেলেছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর এক মাস পর তার মরদেহ উদ্ধার করা হয়।
লাহোরে জন্ম নেওয়া হুমাইরা স্বপ্ন পূরণের আশায় করাচিতে আসেন। ২০১৩ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা হুমাইরা কাজ করেছেন আলী জিশান, দীপক পরওয়ানি ও সানা সাফিনাজের মতো শীর্ষ ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে। পাশাপাশি অভিনয় করেছেন জিলেবি ও লাভ ভ্যাকসিন চলচ্চিত্রে। তবে সর্বাধিক পরিচিতি পান ২০২২ সালের রিয়েলিটি শো তামাশাতে অংশ নিয়ে।
তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে হুমাইরাকে দেখা যায় শোবিজ অঙ্গনের ভণ্ডামি, আত্মপ্রবঞ্চনা ও কৃত্রিমতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে। তিনি বলেন, “এই ইন্ডাস্ট্রিতে অনেকেই মুখে হাসি রাখে, যেটা আমি পারি না। চেষ্টা করেছি মানিয়ে নিতে, কিন্তু পারিনি।”
এই ভিডিও তার মৃত্যুর পর নতুন তাৎপর্য পেয়েছে। শিল্পীদের মানসিক চাপ, নিঃসঙ্গতা এবং সহানুভূতির অভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। করাচি পুলিশ জানিয়েছে, হুমাইরার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ফরেনসিক বিশ্লেষণ চলছে।