Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক:
৫৯ বছর বয়সেও বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান। এত বছরেও বিয়ের বন্ধনে না জড়ানো এই তারকা এবার যেন একটু নরম হলেন। সামাজিক মাধ্যমে ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে একরকম বিয়ের ইচ্ছার ইঙ্গিতই দিয়ে ফেললেন তিনি।
বুধবার (৯ জুলাই) ইনস্টাগ্রামে একটি পোস্টে সালমান খান লেখেন,
“শুভ জন্মদিন অতুল। তুমি আমার বোনকে যত্নে রেখেছ, এজন্য তোমায় ভালোবাসি। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, সেরা বাবা। একদিন আমিও তোমার মতোই যথার্থ পুরুষ হয়ে উঠব।”
এই একটি বাক্যই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বলিউডপাড়া থেকে অনুরাগীদের হৃদয়ে। সালমানের দীর্ঘ ব্যাচেলর জীবনের অবসান কি তাহলে এবার হতে চলেছে?
আলোচিত পোস্টের ছবিতে দেখা যায়, সালমানের বোন অলভিরা খানের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছেন তার স্বামী অতুল অগ্নিহোত্রী। ক্যাপশনে সালমানের কৌতুকপ্রিয়তা থাকলেও, অনুরাগীরা সেই পোস্ট থেকে বিয়ের গন্ধ পেয়েছেন।
তবে এই পোস্টের বিপরীতে মাসখানেক আগেই কপিল শর্মার শো-তে এসে সালমান বলেছিলেন,
“আজকাল সামান্য কারণেই বিয়ে ভেঙে যাচ্ছে। বিয়ের ঝক্কি, আবার বিচ্ছেদের পর মোটা অঙ্কের ক্ষতিপূরণ— এসব আমি সামলাতে পারব না।”
তবু এবার তার মন্তব্যে একরকম ইতিবাচক পরিবর্তনের আভাস মিলেছে। বহু বছর ধরে যাঁর প্রেমজীবন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু, সেই সালমানের এই পোস্ট ঘিরে আবার জল্পনা শুরু— কে হবেন ভাইজানের ‘সেরা জীবনসঙ্গিনী’?