32.5 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

সালমান-ঐশ্বরিয়ার প্রেমের শুরুর গল্প জানালেন জয়াকর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিনোদন ডেস্ক:

বলিউডের আলোচিত জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাই—যাদের প্রেম ও বিচ্ছেদ নিয়ে এখনও বিস্তর আলোচনা চলে। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেটেই গড়ে উঠেছিল তাদের সম্পর্ক। সেই সময় ঐশ্বরিয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী স্মিতা জয়াকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রেমের সূচনা সম্পর্কে মুখ খুলেছেন তিনি।

একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্মিতা জয়াকর বলেন,
“হ্যাঁ, ওই সিনেমার সেটেই সালমান-ঐশ্বরিয়ার প্রেম শুরু হয়। শুটিংয়ের সময় কলাকুশলীদের সঙ্গে মজা করতেন তারা। তাদের রসায়ন শুধু পর্দায় নয়, বাস্তবেও ছিল স্পষ্ট।”

স্মিতা জানান, সালমান ছিলেন “বদমাশ” অর্থাৎ দুষ্টুমিতে ভরপুর। তবে তিনি খুবই বড় মনের মানুষ।
“সেটে ওকে কখনো রাগ করতে দেখিনি। মানুষ রাগ করতেই পারে। অনেক সময় আমরা শুধু সামনের মানুষটিকে দেখি, বুঝি না পেছনে কী হয়েছে,”— বলেন জয়াকর।

ঐশ্বরিয়া সম্পর্কে স্মিতা বলেন, মেকআপ ছাড়া ওকে দেখলে মনে হয় যেন প্রকৃতির সৃষ্টি।
“সে খুবই মিষ্টি এবং মাটির মানুষ,” বলেন তিনি।

উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ১৯৯৯ সালে মুক্তি পায় ‘হাম দিল দে চুকে সনম’। সিনেমাটি সুপারহিট হয়েছিল, আর সালমান-ঐশ্বরিয়ার অনস্ক্রিন রোমান্স দর্শকের হৃদয়ে গেঁথে যায়।

তবে প্রেমের সেই পথচলা থেমে যায় ২০০২ সালে। পরে ঐশ্বরিয়া সালমানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। যদিও সালমান কখনও এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। এরপর ঐশ্বরিয়া সম্পর্কে জড়ান বিবেক ওবেরয়ের সঙ্গে, শেষমেশ ২০০৭ সালে বিয়ে করেন অভিষেক বচ্চনকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কাজুবাদাম কেন ফলের বাইরে জন্মায়

খবরের দেশ ডেস্ক : অন্যান্য বাদামের মত নয় যা একটি ফলের মধ্যে একটি শক্ত খোলসের ভিতরে জন্মায়, কাজুবাদাম ফলের বাইরে...