32.5 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

গুজরাটে মাহী নদীর সেতু ধসে নিহত ১০

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের গুজরাট রাজ্যের ভদোদরা জেলায় মাহী নদীর ওপর নির্মিত একটি সেতুর একাংশ হঠাৎ ভেঙে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার সকালে আনন্দ ও পাদ্রার সংযোগকারী ওই সেতুর একাংশ ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় সেতুর ওপর দিয়ে কয়েকটি যানবাহন চলাচল করছিল। সেতু ভেঙে পড়লে একটি ট্যাংকার ঝুলে থাকে, আর একটি ইকো ভ্যান ও পিকআপসহ কয়েকটি গাড়ি নদীতে পড়ে যায়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, উল্টে থাকা ভ্যানে আটকে আছেন এক নারী। তার ছেলে ভ্যানে আটকে আছে—এই অবস্থায় তিনি কান্নাকাটি করছেন ও সাহায্য চাইছেন।

ভদোদরার জেলা কালেক্টর অনিল ধামেলিয়া জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আহত অবস্থায় এবং চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০-এ। উদ্ধার তৎপরতা এখনো চলছে।

সেতুটি ১৯৮৩-৮৪ সালের মধ্যে নির্মিত হয়েছিল বলে জানান আনন্দের কালেক্টর প্রবীণ চৌধুরী। তিনি আরও বলেন, “আমরা দুর্ঘটনার পরই যান চলাচল বন্ধ করে দিয়েছি।”

এদিকে, সেতু ধসের ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী কংগ্রেস নেতা অমিত চাভদা। তিনি বলেন, “প্রশাসনের চরম অবহেলা ও নজরদারির অভাবেই এই দুর্ঘটনা। এমন বিপজ্জনক সেতু আগেই মেরামত করা উচিত ছিল।”

- Advertisement -spot_img
সর্বশেষ

জ্বালানি সুইচ বন্ধ হওয়ায় আহমেদাবাদে বিধ্বস্ত হয় বোয়িং ড্রিমলাইনারের ইঞ্জিন

অনলাইন ডেস্ক : ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের প্রাথমিক...