Your Ads Here 100x100 |
---|
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে দুই কোটি টাকা পাওনাকে কেন্দ্র করে মামা-ভাগনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভাগনে আল ফারুক আহমেদ নতুন (৩৫) মারাত্মক আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নতুনের স্ত্রী ও শিক্ষানবিশ আইনজীবী তানিয়া খাতুন। তবে অভিযুক্ত মামা ঠিকাদার ওয়াসিমুল হক তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগে বলা হয়, পবা উপজেলার ভুগরইল এলাকায় ওয়াসিমুল হকের চেম্বারে টাকা পরিশোধের কথা বলে নতুনকে ডেকে নেওয়া হয়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ওয়াসিমুল, তার ভাই জয়নাল আবেদীন (৫৫), ওহাব আলী (৫২), তাদের ছেলে কাওছার আলী (২৬) ও মো. লিটন (৩০) মিলে নতুনকে মারধর করেন। কাওছার লোহার রড, লিটন কাঠের চলা দিয়ে আঘাত করেন। জয়নালের আঘাতে নতুনের মুখে রক্তাক্ত জখম হয়। অভিযোগে আরও বলা হয়, নতুনের কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় কাওছার।
তানিয়া খাতুন অভিযোগ করেন, ‘আমার স্বামী তার মামার কাছে দীর্ঘদিন টাকা পায়। কিন্তু মঙ্গলবার ডেকে নিয়ে তাকে পেটানো হয়েছে। এখন আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’
অভিযোগ অস্বীকার করে ঠিকাদার ওয়াসিমুল বলেন, ‘নতুন আমার কাছে কোনো টাকা পায় না, বরং সে চেম্বারে ভাঙচুর করতে এসেছিল।’
এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”