26.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

“‘সত্য প্রকাশিত হবেই’—হাসিনার অডিও নিয়ে বললেন মাহফুজ”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

রাজধানীতে ছাত্র‑জনতার গণঅভ্যুত্থানে ভূমিকা নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও শীঘ্রই আসবে—সত্য প্রকাশিত হবেই।”

বিবিসির অনুসন্ধান–জাচাই করা অডিও রেকর্ডিং অনুসারে, ২০২৪ সালের ১৮ জুলাই গণভবন থেকে শেখ হাসিনা ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিরাপত্তা বাহিনীর কাছে “প্রাণঘাতী অস্ত্র ব্যবহার” করার অনুমতি দেন এবং “যেখানে পেল–সেখানে গুলি চালানোর” নির্দেশ দেন । বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগও তার কণ্ঠস্বর শনাক্ত করেছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা এটি সম্পাদনা–মুক্ত ও প্রামাণ্য বলেছেন

বিবিসি জানান, এই রেকর্ডিং চলতি বছরের মার্চে ফাঁস হয়েছে, এবং ইয়ারশট ফরেনসিক গবেষকরা এটিতে কৃত্রিম কোন সম্পাদনার প্রমাণ পাননি । ব্রিটিশ মানবাধিকার আইনজ্ঞ টবি ক্যাডম্যান বলেন, রেকর্ডিংগুলো “স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত”, যা ঐতিহ্যসমৃদ্ধ অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত

আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, “বিবিসির উল্লেখ করা টেপ সত্য কিনা আমরা নিশ্চিত করতে পারছি না” এবং কোনো “বেআইনি উদ্দেশ্য বা অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি”

এদিকে, শুক্রবার (১০ জুলাই) প্রধান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল‑১ বিচারিক আদেশ দেবেন—যাতে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ খারাপ হয়

- Advertisement -spot_img
সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট...