26.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে গাড়ি শুল্ক ও রপ্তানি নিয়ে ইইউ’র জোরালো বাণিজ্য আলোচনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে জোরালো আলোচনা চালাচ্ছে ইউরোপীয় কমিশন। আলোচনায় রয়েছে গাড়ি আমদানিতে শুল্ক কমানো, কোটা নির্ধারণ এবং রপ্তানি ক্রেডিটসহ একাধিক প্রস্তাব।

আলোচনার অংশ হিসেবে ইইউ এমন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে উৎপাদিত গাড়ি রপ্তানির ভিত্তিতে ইউরোপীয় গাড়ি আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হতে পারে। এতে করে জার্মান প্রতিষ্ঠানগুলো যেমন বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ এবং ভল্কসওয়াগেন উপকৃত হবে—যারা যুক্তরাষ্ট্রে উৎপাদন করলেও প্রচুর গাড়ি রপ্তানি করে।

চলতি বছর ১ আগস্টের আগে একটি চুক্তির কাঠামো দাঁড় করানোর লক্ষ্য নিয়ে আলোচনায় বসেছে দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই দিনের মধ্যে ইউরোপের জন্য নতুন শুল্কহার ঘোষণা করবেন। তিনি আরও জানান, ইউরোপ অনেক বেশি ‘সহযোগিতামূলক’ হয়েছে।

ইইউ’র একজন কর্মকর্তা বলেছেন, আলোচনায় গতি এসেছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আমদানি কোটা পদ্ধতির প্রতি আগ্রহ কম থাকলেও ইইউ এমন একটি প্রস্তাব দিচ্ছে, যা ব্রিটেনের সঙ্গে করা সাম্প্রতিক চুক্তির মতো। তাতে ব্রিটিশ গাড়ির জন্য ১০% হারে শুল্ক ধার্য হয় এবং ১ লাখ গাড়ির বার্ষিক কোটা নির্ধারিত হয়।

এছাড়া উভয় পক্ষ অটো নিরাপত্তা পরীক্ষাসহ কিছু নিয়ন্ত্রণ মানদণ্ড সমন্বয়ের বিষয়েও আলোচনা করছে বলে জানিয়েছে সূত্র।

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট...