Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সোক ইয়ল ফের কারাগারে। সামরিক শাসন জারির চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে বিশেষ কৌশলী”তদন্তের অংশ হিসেবে নতুন আটক পরোয়ানা জারি করলে বৃহস্পতিবার (১০ জুলাই) তাকে আবারও সিউল ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।
সিউল সেন্ট্রাল জেলা আদালত জানায়, ইউন প্রমাণ নষ্ট করতে পারেন এমন শঙ্কায় তার পুনরায় আটক অনুমোদন দেওয়া হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে সামরিক শাসনের ঘোষণা দিয়ে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই পরোয়ানা জারি হয়।
এ বছরের শুরুতে তিনি ৫২ দিন কারাবন্দি ছিলেন, পরে কারিগরি কারণে জামিনে মুক্তি পান। মুক্তির পর তিনি স্ত্রী ও ১১টি পোষা প্রাণী নিয়ে সিউলের অভিজাত এলাকায় ১৬৪ বর্গমিটার ফ্ল্যাটে বসবাস করছিলেন। তাদের মোট সম্পদের পরিমাণ প্রায় ৭.৫ বিলিয়ন ওন (৫.৪৭ মিলিয়ন ডলার)।
তবে বর্তমানে ইউন ১০ বর্গমিটার সেলে রয়েছেন, পরছেন খাকি রঙের কারাবরণ এবং ঘুমাচ্ছেন মেঝেতে পাতলা ম্যাট্রেসে—এয়ার কন্ডিশনার ছাড়াই। প্রচণ্ড গরমে শুধু একটি ছোট বৈদ্যুতিক পাখাই ভরসা, যেটি রাতে বন্ধ হয়ে যায়।
তিনি বৃহস্পতিবার সকালের শুনানিতে অনুপস্থিত ছিলেন। আইনজীবীরা জানান, ইউন অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। আদালতে তিনি আগের দিন হাজির হয়েছিলেন, তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জাতীয় সংসদের স্পিকার উও উন-শিক বলেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। ইউনের গ্রেপ্তার সত্য উদঘাটনে সহায়তা করবে।”
সূত্র: রয়টার্স