30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

দক্ষিণ আফ্রিকার সাদা কৃষকদের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের কোপ, কৃষিতে ধসের শঙ্কা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৩০ শতাংশ শুল্ক দেশের কৃষিখাতে বড় ধরনের ধাক্কা দিতে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারেন সেই সাদা কৃষকরা, যাদের ট্রাম্প আগেই ‘নিপীড়নের শিকার’ দাবি করে সমর্থন জানিয়েছিলেন।

পশ্চিম কেপ প্রদেশের সাইট্রাসডালের কৃষক ক্রিসজান মুটন বলেন, “যাদের আমেরিকায় আমন্ত্রণ জানানো হলো, তারা বাদে যারা এখানেই থেকে গেছে, তাদের কেন শাস্তি দেওয়া হবে? এটা আমাদের বোধগম্য নয়।”

দক্ষিণ আফ্রিকার সাইট্রাস, ওয়াইন, সয়াবিন, চিনি ও গরুর মাংস এতদিন আফ্রিকা গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট এর আওতায় শুল্কমুক্তভাবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো। ট্রাম্পের নতুন ঘোষণার ফলে এই সুবিধা ১ আগস্ট থেকে বাতিল হতে যাচ্ছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাইট্রাস রপ্তানিকারক দেশ দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ১০ কোটি ডলার আয় করে। এখন সেই বাজার হারানোর মুখে দেশটির হাজারো কৃষক ও শ্রমিক।

দক্ষিণ আফ্রিকার সাইট্রাস গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী বোইচোকো এনতশাবেলে জানান, “এই শুল্ক শুধু সাদা নয়, সব কৃষক ও শ্রমিককে ক্ষতিগ্রস্ত করবে।”

সাইট্রাসডালেই ৩৫ হাজার কর্মসংস্থান ঝুঁকির মুখে রয়েছে বলে জানায় সংগঠনটি। অন্যদিকে, প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক সিদ্ধান্ত ভুল বোঝাবুঝির ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। তবে আপাতত নতুন বাজার—চীন ও ভারত—উন্মুক্ত করার প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছে খাতসংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...