Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
স্পেনের আদালত কর ফাঁকির মামলায় জনপ্রিয় ফুটবল কোচ কার্লো অ্যানচেলত্তিকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে। পাশাপাশি, প্রায় চার লাখ ইউরো অর্থদণ্ডও গুণতে হবে তাকে। এই নির্দেশনা বুধবার (৯ জুলাই) স্পেনের এক আদালত থেকে আসে।
ইতালীয় কোচ অ্যানচেলত্তি স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ২০১৪ সালের কর ফাঁকির জন্য। অভিযোগ ছিল, তিনি ওই বছরে তার ইমেজ রাইটসসহ অন্যান্য উৎস থেকে অর্জিত আয়ের ওপর প্রযোজ্য কর প্রদান থেকে অব্যাহতি নিয়েছেন। ওই সময় ১০ লাখ ইউরোরও বেশি কর পরিশোধ করেননি তিনি।
অ্যানচেলত্তি বর্তমানে ব্রাজিল ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৫ ও ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।
আদালত ২০১৫ সালের কর ফাঁকির অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়েছে। স্পেনের আইন অনুযায়ী, এই ধরনের এক বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তি কারাভোগ এড়াতে পারেন, তবে জরিমানা গুণতে বাধ্য থাকবেন।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, অ্যানচেলত্তিকে ২০১৪ সালের মামলায় ১২ মাসের কারাদণ্ড এবং ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এই ঘটনায় ফুটবল দুনিয়ার মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
কার্লো অ্যানচেলত্তি বর্তমানে ব্রাজিলের ফুটবল দলে কোচিং করছেন, যেখানে তার ওপর ভবিষ্যতের জন্য অনেক প্রত্যাশা রয়েছে। আদালতের এই রায় তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে বলেই ধারণা করা হচ্ছে।