Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ে ফাঁস হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে সংবাদ-সমালোচনার শেষ নেই। ২০০৮ সালের ১৮ এপ্রিল দুই তারকা গোপনে বিয়ে করেছিলেন, যা প্রায় আট বছর ধরে গোপন রেখেছিলেন। ২০১৭ সালের ১০ এপ্রিল এক টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে অপু বিশ্বাস তাদের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন।
বিয়ের খবর প্রকাশের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। ২০১৮ সালের ১২ মার্চ আইনি বিচ্ছেদের মাধ্যমে তাদের সম্পর্কের ইতি ঘটে। তবে বিচ্ছেদের পরও অপুর সঙ্গে শাকিবের সুসম্পর্ক রয়েছে। শাকিব সন্তান আব্রাম খান জয়ের সকল দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে তার বিয়ের সময় কত ভরি গহনা পরেছিলেন, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “কত ভরি, সেটা বলার কি খুব দরকার? গোপনে বিয়ে করেছিলাম, তাই খুবই ছিমছামভাবে বিয়ে হয়েছিল। ভালোবাসাই ছিল মূল বিষয়, গহনার চাকচিক্য নয়।”
অপরদিকে, অপু বিশ্বাসের ধর্ম পরিবর্তন নিয়ে দীর্ঘদিন নানা গুঞ্জন ছিল। এ বিষয়ে অপু জানান, “বিয়ের পরও আমি নিজের ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি ক্যারিয়ারের জন্য। শাকিব আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাই আমার দায়িত্ব ছিল। আসলে আমি হিন্দুই ছিলাম এবং আছি। বিয়ের আনুষ্ঠানিক ধর্ম পরিবর্তন হয়নি।”
অপু আরও জানান, সন্তানকে নিয়ে ফেসবুক লাইভে আসার পরই সবাই জানতে পারেন, তিনি বিবাহিত এবং শাকিব খানই তার সন্তানের বাবা। এই গোপন বিয়ে ও সম্পর্কের গল্প এখনও আলোচনার কেন্দ্রে আছে।