30.1 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫

রাজকুমার রাও ও পত্রলেখার জীবনে নতুন সুখবর, বাবা-মা হতে চলেছেন তারা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা তাদের ব্যক্তিগত জীবনে এক আনন্দঘন মুহূর্তের খবর জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তারা প্রকাশ করেছেন ‘শিশু আসছে’ শিরোনামের একটি পোস্ট, যেখানে একটি শিশুর দোলনার ছবি রয়েছে। রাজকুমার রাও লিখেছেন, “দারুণ আনন্দিত।”

এই ঘোষণা সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও বলিউড তারকাদের শুভেচ্ছায় ভরে গেছে। বরুণ ধাওয়ান লিখেছেন, “অভিনন্দন!” সোনম কাপুর, পুলকিত সম্রাট, নেহা ধুপিয়া, ফারহা খানসহ অনেকেই তাদের উষ্ণ শুভেচ্ছা জানান। ফারহা খান মজার ছলে মন্তব্য করেছেন, “শেষ পর্যন্ত সবাইকে জানালেন! খবর গোপন রাখা আমার পক্ষে খুব কঠিন ছিল।”

২০২৩ সালের শুরুতে রাজকুমার ও পত্রলেখা এক সংবাদমাধ্যমকে জানান, “আমাদের জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে, সবাইকে জানানোর অপেক্ষা করতে পারছি না।” তবে পরে রাজকুমার রাও নিশ্চিত করেন, তখনো তারা বাবা-মা হচ্ছেন না।

রাজকুমার রাও ও পত্রলেখার পরিচয় ২০১০ সালে। দীর্ঘ ১১ বছরের প্রেমের পর ২০২১ সালের ১৫ নভেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রাজকুমার রাওয়ের নতুন সিনেমা ‘মালিক’ আগামীকাল মুক্তি পাচ্ছে। এতে তাকে দেখা যাবে অ্যাকশন হিরোর ভূমিকায়। তার বিপরীতে অভিনয় করেছেন মানুষি ছিল্লার এবং পশ্চিমবঙ্গের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

শুভকামনা জানিয়ে বলিউডের ভক্তরা আগ্রহভরে অপেক্ষা করছেন এই নতুন অধ্যায়ের জন্য।

- Advertisement -spot_img
সর্বশেষ

হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে : ইব্রাহিম খলিল

খবরের দেশ ডেস্ক : হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে। সেখানে অনেকক্ষণ থাকার পর তারপর রওনা দিলাম গণভবনের দিকে।...