27.5 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

আলিয়ার অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার বেদিকা শেঠি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত অ্যাকাউন্ট ও প্রযোজনা সংস্থা থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে তার সাবেক ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বেদিকার বিরুদ্ধে ৭৬.৯ লাখ রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আলিয়ার মা সোনি রাজদানের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এই অর্থ আত্মসাতের ঘটনা সংঘটিত হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি সোনি রাজদান মুম্বাইয়ের জুহু থানায় মামলা করেন। এরপরই বেদিকা শেঠির বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে।

বেদিকা প্রকাশ শেঠি ৩২ বছর বয়সী এবং ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত আলিয়া ভাটের সঙ্গে কাজ করেছেন। তিনি আলিয়ার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনা করতেন।

অভিযোগ দায়েরের পর বেদিকা নিখোঁজ হয়ে যান এবং রাজস্থান, কর্ণাটক, পুনে ও বেঙ্গালুরুতে অবস্থান পরিবর্তন করতে থাকেন। পুলিশ পাঁচ মাসের অনুসন্ধানের পর অবশেষে বেঙ্গালুরু থেকে তাকে গ্রেফতার করে মুম্বাই ফিরিয়ে আনে।

এই ঘটনার প্রেক্ষিতে বলিউড ও ফ্যানরা ব্যাপক চমকিত এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

পঙ্গু স্ত্রীকে শহর দেখাতেই ১৮৮৮ সালে রিকশা আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের মি. স্কোবি

খবরের দেশ ডেস্ক : পঙ্গু স্ত্রীকে শহর দেখানোর ইচ্ছা থেকেই রিকশার আবিষ্কার রিকশা যদিও প্রথম উদ্ভাবিত হয় জাপানে, তবে এর নকশা...