27.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

হামজা-শমিতের অভিষেকেও পেছাল বাংলাদেশ ফুটবল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ফুটবল দলের নতুন দুই তারকা হামজা চৌধুরী ও শমিত সোমের ঘরের মাঠে অভিষেক ম্যাচ ভালো কাটেনি। বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, বাংলাদেশ একটি ধাপ পিছিয়ে ১৮৪ নম্বরে অবস্থান করছে।

গত ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে ভুটানের বিরুদ্ধে হামজা মাত্র ছয় মিনিটেই গোল করেন এবং বাংলাদেশ ২-০ গোলে জয়ী হয়। তবে পরের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই এক হারই র‍্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে।

উল্লেখযোগ্য, মার্চ উইন্ডোতে ভারতকে গোলশূন্য ড্র করার ফলে বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে ১৮৫ থেকে উঠে ১৮৩-এ ছিল। কিন্তু সিঙ্গাপুরের কাছে হারের কারণে এবার তারা পিছিয়ে গেছে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে শ্রীলঙ্কা ছাড়া সবাই পিছিয়েছে। শ্রীলঙ্কা ব্রুনেই ও চীনা তাইপেকে হারিয়ে ৪ ধাপ এগিয়ে ১৯৬ নম্বরে আছে। ভারত ৬ ধাপ, পাকিস্তান ৩ ধাপ, ভুটান ৪ ধাপ, নেপাল ১ ধাপ এবং মালদ্বীপ ৭ ধাপ পিছিয়েছে।

আন্তর্জাতিকভাবে কোস্টারিকা সর্বোচ্চ উন্নতি করেছে। বিশ্বকাপ বাছাইপর্ব ও কনকাকাফ গোল্ড কাপে ভালো পারফরম্যান্সের ফলে তারা ১৪ ধাপ এগিয়ে ৪০তম স্থানে পৌঁছেছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা অবিকল। শীর্ষ পাঁচে রয়েছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। ইউরোপিয়ান নেশন্স লিগ জয়ী পর্তুগাল উঠে এসেছে ষষ্ঠ স্থানে।

বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ সামনে, যাতে দ্রুত ফর্ম ঠিক করে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করা যায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...