30.9 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

লর্ডসে ইতিহাসে প্রথম শচিন টেন্ডুলকার ঘণ্টা বাজালেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
প্রথা অনুযায়ী লর্ডসে টেস্ট শুরুর আগে ঘণ্টা বাজানো হয়। খেলার শুরুর ৫ মিনিট আগে বাজানো হয় ঘণ্টা। স্টেডিয়ামে উপস্থিত সকলকে খেলা শুরুর বার্তা দিতেই এই ব্যবস্থা শুরু হয় ২০০৭ সালে। সেই প্রথা মেনে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরুর আগে ঘণ্টা বাজালেন সচিন তেন্ডুলকর।
প্রতি দিন সকালে খেলা শুরুর আগে বাজানো হয় ঘণ্টা। কোনও বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হয় ঘণ্টা বাজিয়ে খেলা শুরুর ঘোষণা করার জন্য। প্রাক্তন ক্রিকেটার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বা কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয় ঘণ্টা বাজানোর জন্য। সেইমতোই বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আমন্ত্রণ জানায় সচিনকে। তিনি ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরও।
এ দিন ম্যাচ শুরুর আগে লর্ডসে এমসিসির ক্রিকেট সংগ্রহশালায় সচিনের ছবি উদ্বোধন হয়। সচিনের ছবিটি এঁকেছেন চিত্র শিল্পী স্টুয়ার্ট রিয়ারসন। ছবিটি বছরের শেষ পর্যন্ত এমসিসির সংগ্রহশালাতেই থাকবে। তার পর রাখা হবে লর্ডসের সাজঘরে। লর্ডসের সংগ্রহশালায় নিজের ছবি স্থান পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন সচিন।
লর্ডসে ঘণ্টা বাজানোর জন্য এই প্রথম আমন্ত্রণ জানানো হয়েছিল সচিনকে। লর্ডসের প্যাভিলিয়নের বোলার্স বারের বাইরের দিকে থাকা ঘণ্টাটি বাজানোর সুযোগকে বিশেষ সম্মান হিসাবে বিবেচনা করা হয় ক্রিকেট বিশ্বে। উল্লেখ্য, সিএবি সভাপতি থাকাকালীন লর্ডসের মতো ইডেনেও ঘণ্টা বাজিয়ে খেলা শুরুর প্রচলন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের সঙ্গে এ বার থেকে যুক্ত হয়ে গিয়েছে সচিনের নাম। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত দু’দেশের টেস্ট সিরিজ়ে বিজয়ী দলকে এ বার থেকে দেওয়া হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। ইংল্যান্ডের প্রাক্তন জোরে বোলার জেমস অ্যান্ডারসন এবং সচিনের সম্মানার্থেই এই নামকরণ।
- Advertisement -spot_img
সর্বশেষ

১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে মাইলস ব্যান্ডে যুক্ত হয়েছিলেন?

শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে তাকাতে চাই মাইলসের শুরুর দিনগুলোতে। তখন ১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে এই ব্যান্ডে যুক্ত...