30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

হাকিমপুর থানায় সর্বোচ্চ নম্বর পেয়ে আলোচনায় শিক্ষক-সাংবাদিক পরিবারের রক্তিম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডলি মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী মো. শাহরিয়ার আলমাস রক্তিম চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস সহ জিপিএ-৫ পেয়ে থানা পর্যায়ে সর্বোচ্চ নম্বর (১২০৩) অর্জন করেছে। শিক্ষক ও সাংবাদিক পরিবারের সন্তান রক্তিমের এই অর্জনে আনন্দে ভাসছে পরিবার, স্কুল এবং স্থানীয় সমাজ।

রক্তিমের বাবা গোলাম রব্বানী রিকাবী চকচকা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক এবং দৈনিক সময়ের আলো পত্রিকার হিলি প্রতিনিধি ও হিলি প্রেসক্লাবের সভাপতি। তার মা নার্গিস পারভীন কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্কুলের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম মানিক জানান, রক্তিম অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। চলতি বছর তাদের স্কুল থেকে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা উপজেলার মধ্যে সর্বাধিক। তিনি বলেন, “প্রতিবছরের মতো এবারও আমাদের স্কুল থানা শীর্ষে রয়েছে।”

সন্তানের কৃতিত্বে বাবা গোলাম রব্বানী বলেন, “আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। শিক্ষক ও সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানের লেখাপড়ায় সার্বক্ষণিক মনোযোগ রেখেছি। তার মা-ও ছিলেন সবসময় পাশে।”

রক্তিম জানায়, “মা-বাবা ও শিক্ষকদের দোয়া ও সহযোগিতায় আমি এই সাফল্য পেয়েছি। আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আমার মা। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই।”

সে সকলের দোয়া কামনা করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...