Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হঠাৎ করেই অবসর পরিকল্পনার কথা জানিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে হইচই ফেলে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের ঘনিষ্ঠ এই সহযোগীকে অনেকে বলেন মোদি যুগের ‘আধুনিক চাণক্য’, আবার কেউ বলেন ‘নাম্বার টু’। সেই অমিত শাহ-ই এবার জানালেন, অবসরে গিয়ে পড়াশোনা ও কৃষিকাজে মনোনিবেশ করতে চান।
বুধবার গুজরাটের আহমেদাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি অবসরে যাওয়ার পর বাকি জীবনটা বেদ, উপনিষদসহ হিন্দু ধর্মগ্রন্থ পড়েই কাটাতে চাই। পাশাপাশি প্রাকৃতিক চাষ নিয়ে গবেষণা ও চর্চা করব।”
তিনি বলেন, “প্রাকৃতিক চাষ একটি বিজ্ঞানসম্মত কৌশল, যা মানুষকে বহু রোগ থেকে রক্ষা করতে পারে। রাসায়নিক সার ব্যবহারে উৎপাদিত খাদ্য নানা জটিল রোগের জন্ম দেয়।”
তার এমন মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অমিত শাহ হয়তো ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনায় আছেন। তবে তিনি কবে রাজনীতি ছাড়বেন, তা পরিষ্কার করেননি।
বিজেপির ভেতরে এখন গুঞ্জন—এই অবসরের ঘোষণা আসন্ন নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত কি না। মোদিও শিগগির ৭৫ বছর বয়সে পৌঁছবেন, যে বয়সসীমার পর বিজেপিতে অবসর বাধ্যতামূলক। ফলে প্রশ্ন উঠছে—যোগী আদিত্যনাথ কি হবেন বিজেপির ভবিষ্যৎ মুখ?