Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও উপস্থাপক কপিল শর্মার নতুন ব্যবসায় শুরুতেই বিপত্তি। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় তার মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’-তে বুধবার (৯ জুলাই) ভোরে গুলির ঘটনা ঘটে। মুখোশধারী দুষ্কৃতকারীরা গাড়িতে করে এসে ক্যাফের সামনে এলোপাতাড়ি গুলি চালায়।
ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে এই হামলার দায় স্বীকার করেন খালিস্তানি জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সদস্য হরজিৎ সিং লাড্ডি। তিনি বর্তমানে এনআইএর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।
লাড্ডি জানান, কপিল শর্মার সাম্প্রতিক কিছু মন্তব্য তাদের ভাবাবেগে আঘাত করেছে, তাই এই হামলা চালানো হয়। তবে ঠিক কোন মন্তব্য নিয়ে তাদের ক্ষোভ, তা স্পষ্ট করেননি তিনি।
এর আগে, বিষ্ণোই গ্যাংয়ের হাতে সালমান খানের বাড়িতে গুলির ঘটনা ও সিধু মুসেওয়ালার হত্যার মতো ঘটনাও আলোড়ন তুলেছিল। এবার নতুন এক জঙ্গি গোষ্ঠীর নজরে পড়লেন কপিল শর্মা।
প্রসঙ্গত, কানাডার পাশাপাশি ভারতেও একাধিক ব্যবসায় যুক্ত আছেন কপিল। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কপিল শর্মা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।