28 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

ঘটনাবহুল সেই ‘ইত্যাদি’র প্রচার আজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

শীতের রাত। ‘ইত্যাদি’র শুটিং হচ্ছে শুনে আসতে থাকেন অসংখ্য মানুষ। একপর্যায়ে বাঁধভাঙা জোয়ারের মতো অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন দর্শক। থেমে যায় শুটিং। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সে ঘটনার দৃশ্য। একপর্যায়ে আবার শুরু হয় শুটিং। ধারণক্ষমতার কয়েক গুণ বেশি লোক হওয়ার কারণে স্থানাভাবে অনেক দর্শকই আশপাশের বিভিন্ন স্থাপনার ছাদ, রাস্তা, দেয়াল ও গাছে উঠে উপভোগ করেন শুটিং। ঘটনাবহুল সেই ইত্যাদির প্রচার আজ। রাত আটটার বাংলা সংবাদের পর এটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের ইত্যাদির বিস্তারিত তথ্য জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ধারণ করা হয়েছে এবারের পর্ব। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ির সামনে নির্মাণ করা হয়েছিল মঞ্চ।

সাংস্কৃতিক ঐতিহ্যে পূর্ণ ঠাকুরগাঁওয়ের পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করে নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। পুরো জেলা উৎসবমুখর হয়ে উঠেছিল, যখন লাখো দর্শক অনুষ্ঠানস্থলে ও আশপাশের এলাকা থেকে এসে জমায়েত হন। বিশৃঙ্খলার কারণে একপর্যায়ে শুটিং থেমে গেলেও, পরবর্তীতে সবার সহযোগিতায় তা আবার শুরু হয়।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’তে বিশেষ প্রতিবেদন, সাক্ষাৎকার এবং নাট্যাংশগুলো দর্শকদের সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে বলে ধারণা করা হচ্ছে। নাট্যাংশগুলোতে উঠে এসেছে সমাজের নানা অসংগতি, যেমন—যতদিন যাচ্ছে, ততদিন বদলে যাচ্ছে ভাষা, সেকালের উপহার আর একালের বিবাহবার্ষিকী, এবং ইউটিউবের নেশায় পারিবারিক জীবনের অবস্থা।

এছাড়া, ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক পরিবেশকে তুলে ধরতে মনিরুজ্জামান পলাশের কণ্ঠে একটি পরিচিতিমূলক গান পরিবেশিত হয়, যার সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী নাচ পরিবেশন করেন। অনুষ্ঠানটির সুরকার হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।

এবারের ‘ইত্যাদি’ পর্বে যে নাট্যাংশগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, তাতে অংশগ্রহণ করেছেন দেশবরেণ্য অভিনেতারা, যেমন—আবদুল আজিজ, বাবুল আহমেদ, মোমেনা চৌধুরী, সুভাশীষ ভৌমিক, সোলায়মান খোকা, শাহেদ আলী, মুকিত জাকারিয়া এবং আরও অনেক। এছাড়া, এবারের পর্বে ঠাকুরগাঁওয়ের মঞ্চে দেখা গেছে নাতিকে, কিন্তু নানির অস্থিত্ব ছিল অনুপস্থিত।

তবে, দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, “সাথিহারা নাতি কী করেছে এবারের ‘ইত্যাদি’তে?”—তা আজ রাতেই সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।

এটি ছিল এক সাংস্কৃতিক সন্ধ্যা, যা নতুন দৃষ্টিভঙ্গি, সংস্কৃতি এবং সমাজ পরিবর্তনের বার্তা দেয়।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...