Your Ads Here 100x100 |
---|
খেলাধুলা ডেস্ক:
গ্লোবাল সুপার লিগে শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত সূচনা করেছে রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্সে অনুষ্ঠিত এক রুদ্ধশ্বাস ম্যাচে স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়েছে তারা। ম্যাচের নায়ক বাংলাদেশের পেসার খালেদ আহমেদ, ৪ ওভারে ৩৬ রানে শিকার করেন ৪ উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ৫ উইকেটে তোলে ১৬২ রান। ইনিংসের শুরুতে ধীরগতির হলেও শেষদিকে কাইল মেয়ার্স (৩১ বলে ৪৪*), ইফতিখার আহমেদ (২১ বলে ৩৪) ও নুরুল হাসান (১০ বলে ১৮) ঝড় তুললে ভালো সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় রংপুর। শুরুতে সৌম্য সরকারও ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গায়ানার শুরুটা ভালো ছিল না। প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে হারায় তারা। তবে জনসন চার্লস (৪০) ও মঈন আলী (২৭) জুটি গড়েন ৪৮ রানের। এরপর হেটমায়ার, রাদারফোর্ড ও প্রিটোরিয়াসরা ইনিংস শুরু করলেও বড় কিছু করতে পারেননি।
খালেদ আহমেদই মূল ধাক্কা দেন রংপুরের হয়ে। ১৫ ও ১৭তম ওভারে ফিরিয়ে দেন হেটমায়ার ও রাদারফোর্ডকে। ১৯তম ওভারে টানা দুই বলে শিকার করেন প্রিটোরিয়াস ও শামার স্প্রিংগারকে। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল গায়ানার। তবে প্রথম বলেই আজমতউল্লাহ ওমরজাই ফিরিয়ে দেন ডেভিড ভিসেকে। তাতেই গুটিয়ে যায় গায়ানার ইনিংস—স্কোর দাঁড়ায় ১৫৪।
রংপুরের পক্ষে খালেদ ছাড়াও তাবরাইজ শামসি ও ওমরজাই পেয়েছেন দুটি করে উইকেট।