Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভে দিনের আলোতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর এক সিনিয়র কর্মকর্তাকে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে দক্ষিণ কিয়েভের হোলোসিইভস্কি এলাকায় একটি পার্কিং লটে এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, নিহত ওই কর্মকর্তা ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর একজন কর্নেল ছিলেন। ইউক্রেনীয় সংবাদমাধ্যম ‘ইউক্রেনস্কা প্রাভদা’ জানিয়েছে, তার নাম কর্নেল ইভান ভোরোনিচ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৯টার পর তিনি একটি ভবন থেকে বের হয়ে গাড়ির দিকে হাঁটছিলেন। তখনই এক ব্যক্তি দৌড়ে এসে পাঁচবার গুলি চালিয়ে পালিয়ে যায়।
এই হত্যাকাণ্ডের পেছনে সন্দেহভাজন কারা, তা এখনো স্পষ্ট নয়। তবে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সূত্রে জানা যায়, এসবিইউ সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে গুপ্তচরবৃত্তি ও নাশকতা অভিযান চালিয়ে আসছে।
ইতোমধ্যেই কিয়েভ পুলিশ জানিয়েছে, হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এসবিইউ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত হচ্ছে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।
ঘটনার সময়ই ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক বিমান হামলা চলছিল। মঙ্গলবার রাতে রাশিয়া ইউক্রেনে ৭২৮টি ড্রোন ও ১৩টি মিসাইল ছোড়ে। এরপর বৃহস্পতিবার কিয়েভে নতুন হামলায় নিহত হন অন্তত দুজন, আহত হন ১৬ জন।
এদিকে, পূর্ব ফ্রন্টে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখলে রেখেছে, যার মধ্যে রয়েছে ক্রিমিয়া উপদ্বীপও।