30.9 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

কানাডার পণ্যে ট্রাম্পের ৩৫% শুল্ক, অন্যান্য দেশের জন্য আসছে ১৫-২০%

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বাণিজ্য যুদ্ধের পথে। বৃহস্পতিবার (১০ জুলাই) এক ঘোষণায় তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডার আমদানিকৃত পণ্যে ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য বাণিজ্য অংশীদারদের ওপর ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত সাধারণ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেছেন, কানাডা পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক আরও বাড়ানো হবে। ট্রাম্পের দাবি, কানাডা থেকে ফেন্টানিল প্রবাহ, কৃষি পণ্যে অশুল্ক বাধা এবং মার্কিন ডেইরি খাতের ক্ষতি – এসব যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

ট্রাম্পের ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এশিয়ায় মার্কিন ও ইউরোপীয় ফিউচার মার্কেট হঠাৎ নিম্নমুখী হয়ে পড়ে।

কানাডা এখন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং সর্ববৃহৎ আমদানিকারক। ২০২৩ সালে কানাডা যুক্তরাষ্ট্র থেকে ৩৪৯.৪ বিলিয়ন ডলারের পণ্য কিনেছে এবং ৪১২.৭ বিলিয়ন ডলার রপ্তানি করেছে।

প্রধানমন্ত্রী কারনি এক্স-এ দেওয়া পোস্টে জানান, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং কানাডিয়ান ব্যবসা ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।”

এদিকে, ইউক্রেন, মিয়ানমার ও ফিলিপাইনসহ আরও কয়েকটি দেশ ট্রাম্পের সঙ্গে শুল্ক আলোচনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে মাইলস ব্যান্ডে যুক্ত হয়েছিলেন?

শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে তাকাতে চাই মাইলসের শুরুর দিনগুলোতে। তখন ১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে এই ব্যান্ডে যুক্ত...