29.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

ফিলিপাইনের প্রেসিডেন্ট মারকোস ট্রাম্পের সঙ্গে ট্যারিফ নিয়ে বৈঠকে বসবেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়র এই মাসে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ম্যানিলার শীর্ষ কূটনীতিক এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিরক্ষা মিত্র ফিলিপাইনের ওপর বাড়ানো ট্যারিফ নিয়ে আলোচনা হবে।

ফিলিপাইন বিদেশ মন্ত্রী থেরেসা লাজারো বলেছেন, “ট্যারিফ বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছি।” একটি হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ২২ জুলাই এই বৈঠক অনুষ্ঠিত হবে। মারকোসের অফিস জানিয়েছে, তিনি ২০-২২ জুলাই আমেরিকা সফর করবেন।

মার্কোসের শাসনামলে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক ব্যাপক বৃদ্ধি পেয়েছে। মার্কিন সৈন্যরা ফিলিপাইনে তাদের উপস্থিতি বাড়িয়েছে, যা চীনের বিরক্তি সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মধ্যে সাত দশকের পুরনো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে, এবং তারা নিয়মিত যৌথ সামরিক অনুশীলন করে থাকে।

ফিলিপাইন ২০% ট্যারিফ বৃদ্ধির বিষয় নিয়ে উদ্বিগ্ন, যা এপ্রিলের ১৭% হুমকি থেকে বাড়ানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের বাণিজ্য ঘাটতি ২০২৪ সালে ২১.৮% বেড়ে ৪.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া, থেরেসা লাজারো জানিয়েছেন, আছিয়ান ও চীনের মধ্যে ‘কোড অব কন্ডাক্ট’ নিয়ে আলোচনা ধীরগতিতে চলছে, যা ২০২৬ সালে শেষ হওয়া জরুরি। তিনি বললেন, আসন্ন আছিয়ান চেয়ার হিসেবে ফিলিপাইন এই আলোচনাকে ত্বরান্বিত করার চেষ্টা করবে।সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় বোরহানউদ্দিনে ভূয়া নামজারি তৈরী চক্রের সদস্য প্রধান দলিল লেখক বাবুল

ভোলা প্রতিনিধি, ভোলার বোরহানউদ্দিনে ভূয়া নামজারি ও দাখিলা তৈরী করে দাতা, গ্রহীতার জমির দলিল রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিচ্ছে,চক্রের প্রধান...