Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ১ আগস্ট কানাডা থেকে আমদানিকৃত পণ্যে ৩৫% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, অন্যান্য বাণিজ্য অংশীদারদের ওপরও ১৫% বা ২০% হারে সার্বিক শুল্ক বসানো হতে পারে।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি চিঠিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিকে জানান, কানাডা পাল্টা ব্যবস্থা নিলে এই শুল্ক আরও বাড়ানো হবে।
এই ঘোষণাটি এমন সময় এলো, যখন ট্রাম্প এক সপ্তাহের মধ্যেই ২০টির বেশি দেশের উদ্দেশে শুল্ক সংক্রান্ত হুঁশিয়ারি চিঠি পাঠিয়েছেন। মে মাসে হোয়াইট হাউসে ট্রাম্প ও কারনির সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পর এটিকে ‘সম্পর্কের পেছনে ধাক্কা’ হিসেবে দেখা হচ্ছে।
জিএ-৭ সম্মেলনেও ট্রাম্পকে শুল্ক সঙ্কট থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন বিশ্বনেতারা। তবুও এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সব দেশকে চিঠি দিতে হবে এমন নয়। আমরা সিদ্ধান্ত নিচ্ছি—২০% হোক বা ১৫%, এটা আমরা ঠিক করব।”
সাম্প্রতিক সময়ে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি মিয়ানমারের ওপরও কঠোর শুল্ক আরোপ করেছেন। মিয়ানমার ৪০% শুল্ক কমাতে অনুরোধ করেছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট মারকোসও এই মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন শুল্ক ও প্রতিরক্ষা ইস্যুতে।
এই অবস্থায় ২১ জুলাইয়ের মধ্যে কানাডা-মার্কিন বাণিজ্য আলোচনার ফল নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইউএসএমসিএ পুনরায় সচল করতে মরিয়া কানাডা ও মেক্সিকো।
সূত্র: আল জাজিরা