29.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

ট্রাম্পের হুমকি: মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন ইলন মাস্ক ও যোহরান মামদানি?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যে, তিনি কিছু প্রাকৃতিকীকৃত নাগরিকের নাগরিকত্ব বাতিল করবেন। এর তালিকায় রয়েছেন টেসলার মালিক ও ধনকুবের ইলন মাস্ক এবং নিউইয়র্ক মেয়র পদপ্রার্থী যোহরান মামদানি।

যুক্তরাষ্ট্রে প্রাকৃতিকীকৃত নাগরিকের সংখ্যা ২ কোটির বেশি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে—তারা কতটা নিরাপদ? ট্রাম্পের এই বক্তব্য দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে।

আল জাজিরার জনপ্রিয় পডকাস্ট ‘দ্য টেক’–এর সাম্প্রতিক পর্বে এই ইস্যু নিয়ে বিশদ আলোচনা হয়েছে। পর্বটি প্রযোজনা করেছেন ট্রেসি হান্ট, তামারা খান্ডকার এবং ডায়ানা ফেরেরো, সহযোগিতায় ফিলিপ লানোস, স্পেনসার ক্লাইন, কিসা জেহরা ও আরও অনেকে।

অনুষ্ঠানটির উপস্থাপক মানুয়েল রাপালো বলেন, “যুক্তরাষ্ট্রে প্রাকৃতিকীকরণ প্রক্রিয়া দীর্ঘ ও কঠিন। ট্রাম্পের এই হুমকি শুধু আইনি বিতর্ক নয়, এটি সাংবিধানিক সংকটও।”

আইন বিশেষজ্ঞদের মতে, নাগরিকত্ব বাতিলের ক্ষমতা প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত নয়। এটি একটি জটিল আইনি প্রক্রিয়া, যার জন্য কংগ্রেস ও আদালতের অনুমোদন দরকার।

এই পর্বের সাউন্ড ডিজাইনার ছিলেন অ্যালেক্স রোলডান। ভিডিও সম্পাদনা করেছেন হিশাম আবু সালাহ ও মোহান্নাদ আল-মেলহেম। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন আলেক্সান্দ্রা লক।সূত্র: আল জাজিরা

 

- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় বোরহানউদ্দিনে ভূয়া নামজারি তৈরী চক্রের সদস্য প্রধান দলিল লেখক বাবুল

ভোলা প্রতিনিধি, ভোলার বোরহানউদ্দিনে ভূয়া নামজারি ও দাখিলা তৈরী করে দাতা, গ্রহীতার জমির দলিল রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিচ্ছে,চক্রের প্রধান...