30.9 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

‘এল চ্যাপো’র ছেলে ওভিদিও গুজমান যুক্তরাষ্ট্রে মাদক মামলায় দোষ স্বীকারে প্রস্তুত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন “এল চ্যাপো” গুজমানের ছেলে ওভিদিও গুজমান লোপেজ যুক্তরাষ্ট্রে একটি বিস্তৃত মাদক পাচার মামলায় দোষ স্বীকার করতে যাচ্ছেন। শুক্রবার শিকাগোর এক ফেডারেল আদালতে তাঁর শুনানিতে এ বিষয়টি নিশ্চিত হওয়ার কথা।

আদালতের নথিপত্র অনুযায়ী, ওভিদিও তাঁর আগের ‘নির্দোষ’ (not guilty) আবেদন পরিবর্তন করে দোষ স্বীকারের সিদ্ধান্ত নিয়েছেন, যা মার্কিন প্রসিকিউটরের সঙ্গে চুক্তির অংশ হতে পারে। এটি হলে ‘এল চ্যাপো’র ছেলেদের মধ্যে এই প্রথম কেউ এমন আইনগত চুক্তিতে রাজি হচ্ছেন।

মার্কিন প্রসিকিউটররা অভিযোগ করেছেন, ওভিদিও এবং তাঁর ভাই জোয়াকিন গুজমান লোপেজ—যাঁরা ‘লস চাপিতোস’ নামে পরিচিত—সিনালোয়া কার্টেলের একটি শক্তিশালী অংশের নেতৃত্ব দিচ্ছিলেন।

তারা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সিনথেটিক মাদক ফেন্টানিল পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই মাদক গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রে মারাত্মক ওপিওয়েড সংকট সৃষ্টি করেছে।

২০২৩ সালের শুরুর দিকে ওভিদিওকে মেক্সিকোতে গ্রেপ্তার করা হয় এবং কয়েক মাস পর তাঁকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়। তিনি আগে মাদক পাচার, অর্থ পাচার ও অস্ত্র মামলায় নির্দোষ দাবি করেছিলেন।

২০২৪ সালে তাঁর ভাই ও কার্টেলের আরেক নেতা ইসমায়েল “এল মায়ো” জাম্বাদাকে টেক্সাসে একটি ব্যক্তিগত বিমানে আসার পর গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সিনালোয়াতে ব্যাপক সহিংসতা শুরু হয়।

সূত্র: আল জাজিরা

- Advertisement -spot_img
সর্বশেষ

১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে মাইলস ব্যান্ডে যুক্ত হয়েছিলেন?

শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে তাকাতে চাই মাইলসের শুরুর দিনগুলোতে। তখন ১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে এই ব্যান্ডে যুক্ত...