30.9 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

অবশেষে পরিবারের কাছে ফিরলেন হুমাইরা, ‘তাকে ত্যাগ করিনি’— বললেন ভাই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

পাকিস্তানি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের পচা-গলা লাশ উদ্ধার হওয়ার কয়েকদিন পর অবশেষে তার পরিবার করাচিতে এসে মরদেহ গ্রহণ করেছে। করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়া মরদেহটি এতদিন হিমঘরে সংরক্ষিত ছিল। পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মরদেহ গ্রহণে অনীহা দেখানোয় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে।

মিডিয়া চাপে অবশেষে করাচির এসএসপি (দক্ষিণ) অফিসে মরদেহ বুঝে নেয় হুমাইরার পরিবার। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভাই নাবিদ আসগর জানান, “আমরা হুমাইরাকে ত্যাগ করিনি। ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”

নাবিদ বলেন, “আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় মরদেহ হস্তান্তর সম্ভব ছিল না। আমরা ছিপ্পা ওয়েলফেয়ার ও পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলাম।”

তিনি আরও জানান, গত ছয় মাস ধরে হুমাইরার সঙ্গে যোগাযোগ ছিল না। “ও প্রায়ই ভ্রমণে থাকত, ফোনও বন্ধ ছিল। এতে আমরা উদ্বিগ্ন না— এমন নয়। পরিবার তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিল, কারণ এক চাচি সড়ক দুর্ঘটনায় মারা যান,” বলেন তিনি।

এসএসপি জানান, হুমাইরার ফ্ল্যাটে ইউটিলিটি বিল পরিশোধ হচ্ছিল না। পাশের ফ্ল্যাটের বাসিন্দারাও বিদেশে থাকায় মরদেহের পচা গন্ধ কেউ টের পায়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে মাইলস ব্যান্ডে যুক্ত হয়েছিলেন?

শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে তাকাতে চাই মাইলসের শুরুর দিনগুলোতে। তখন ১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে এই ব্যান্ডে যুক্ত...