29.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

ঢাকা-সিলেট মহাসড়কে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পর্যন্ত যানজট ছিল প্রায় ১৫ কিলোমিটারজুড়ে, যা শুক্রবার সকাল নাগাদ বেড়ে দাঁড়িয়েছে ২৫ কিলোমিটারে। এতে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়কের অবস্থা এতটাই খারাপ যে, যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বড় বড় গর্তের কারণে যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

ওসি বলেন, “বৃহস্পতিবার সারাদিন ও রাতজুড়ে যানজট ছিল। শুক্রবার সকাল থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বর্তমানে ২৫ কিলোমিটারজুড়ে যানজট রয়েছে। সিলেটমুখী যান চলাচল বন্ধ রয়েছে, কেবল ঢাকামুখী গাড়িগুলো ধীরে ধীরে ছাড়ছে।”

তিনি জানান, সড়কের বেহাল অবস্থা ও চালকদের অসচেতনতার কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে।

প্রসঙ্গত, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ ২০১৭ সালে শুরু হলেও ধীরগতির কারণে এখনো শেষ হয়নি। ফলে বিশ্বরোড-আশুগঞ্জ পর্যন্ত অংশটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় বোরহানউদ্দিনে ভূয়া নামজারি তৈরী চক্রের সদস্য প্রধান দলিল লেখক বাবুল

ভোলা প্রতিনিধি, ভোলার বোরহানউদ্দিনে ভূয়া নামজারি ও দাখিলা তৈরী করে দাতা, গ্রহীতার জমির দলিল রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিচ্ছে,চক্রের প্রধান...