Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) সিনেট জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং সদস্য সেনেটর ডিক ডারবিন একাধিক টেক্সট মেসেজ ও ইমেইল ফাঁস করে বলেন, এগুলো বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তার আদালত অবমাননার প্রমাণ।
তিনি জানান, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী ও বর্তমানে ট্রাম্প মনোনীত আপিল বিভাগের বিচারক প্রার্থী এমিল বোভে আদালতের আদেশ অমান্য করে নির্বিচারে অভিবাসী বহিষ্কারের নির্দেশ দিয়েছিলেন।
ফাঁস হওয়া বার্তায় দেখা যায়, বোভে তার সহকর্মীদের বলেন, “আদালত বাধা দিলে তাদের ‘ফাক ইউ’ বলো।” এই বক্তব্য ট্রাম্প প্রশাসনের অধীনে চালু করা বিতর্কিত ‘Alien Enemies Act’ প্রয়োগ সংক্রান্ত আলোচনায় উঠে আসে।
বিচার বিভাগের সাবেক আইনজীবী ইরেজ রেউভেনি অভিযোগ করেন, তিনি আদালতের প্রশ্নের জবাবে যথাযথ তথ্য না পেয়ে চাপে পড়েন। এমনকি ভুল তথ্য দিতে বাধ্য করার চেষ্টাও করা হয়। এরপরই তাকে বরখাস্ত করা হয়।
একটি ঘটনার বার্তায় রেউভেনি লিখেন, “বিচারক স্পষ্টভাবে বলেছিলেন, কাউকে বহিষ্কার করা যাবে না এবং যারা বিমানে আছে, তাদের ফিরিয়ে আনতে হবে।” কিন্তু এরপরও অভিবাসনপ্রার্থীদের বিমান এল সালভাদরে নামানো হয়।
ডেমোক্র্যাটরা বলছেন, এসব ঘটনা বোভের বিচারপতি হওয়ার অযোগ্যতার প্রমাণ। তবে ট্রাম্পপন্থীরা একে “এক অসন্তুষ্ট কর্মীর মিথ্যাচার” বলে উড়িয়ে দিচ্ছেন। এমিল বোভের বিচারপতি মনোনয়ন নিয়ে সিনেটের ভোট ১৭ জুলাই হওয়ার কথা।
সূত্র: আল জাজিরা