33.5 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

ইউক্রেন ইস্যুতে ল্যাভরভ-ব্লিঙ্কেনের আবারও মুখোমুখি, আশার আলো?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরল কূটনৈতিক সংলাপের অংশ হিসেবে কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন পুনরায় সাক্ষাৎ করেছেন। ইউক্রেন যুদ্ধ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বৃহস্পতিবারের ৫০ মিনিটের দীর্ঘ বৈঠকের পর শুক্রবার আবারও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। ব্লিঙ্কেন জানান, শান্তি প্রচেষ্টাকে নতুনভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে এক “ভিন্ন পন্থা” নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, “এটি শান্তি নিশ্চয়তা দেয় না, কিন্তু একটি ধারণা যা আমি প্রেসিডেন্টের কাছে নিয়ে যাব।”

ল্যাভরভ বলেন, ইউক্রেন সংকট নিয়ে প্রেসিডেন্ট পুতিনের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা ৩ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায়ও উল্লেখ ছিল।

দুই দেশের মধ্যে ইরান, সিরিয়া এবং বৈশ্বিক নানা ইস্যু নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলেও, উভয় পক্ষই ভবিষ্যত সংলাপের দরজা খোলা রেখেছে।ব্লিঙ্কেন বলেন, “আমরা কথা বলছি, সেটাই শুরু।”
সূত্র: আল জাজিরা

- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় বোরহানউদ্দিনে ভূয়া নামজারি তৈরী চক্রের সদস্য প্রধান দলিল লেখক বাবুল

ভোলা প্রতিনিধি, ভোলার বোরহানউদ্দিনে ভূয়া নামজারি ও দাখিলা তৈরী করে দাতা, গ্রহীতার জমির দলিল রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিচ্ছে,চক্রের প্রধান...