27.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

নেইমারের জাদুতে জয়, দর্শক ঢুকে পড়ায় পণ্ড প্রস্তুতি ম্যাচ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

চোট থেকে ফিরে পুরনো ছন্দে ফিরেছেন নেইমার। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচটাই শেষ হলো বিশৃঙ্খলায়।

ব্রাজিলের এসপিরিতো সান্তোর ক্লেবার আন্দ্রাদে স্টেডিয়ামে সান্তোসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল দেসপোরতিভা ফেরোভিয়ারিয়া। নেইমারের দল সান্তোস ৩–১ গোলে জিতলেও ৮৫ মিনিটে দর্শক ঢুকে পড়ায় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

চোট সারিয়ে এবং ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করে এই ম্যাচেই প্রথম একাদশে ফিরলেন ৩২ বছর বয়সী তারকা। প্রথমার্ধেই পুরনো জাদু ছড়িয়েছেন তিনি। পেনাল্টি থেকে গোল করে সান্তোসকে এগিয়ে দেন, যা ছিল তার প্রত্যাবর্তনের পর চতুর্থ গোল। আগের তিনটি গোল করেছিলেন পাওলিস্তাও প্রতিযোগিতায়।

শুধু গোল নয়, অ্যাসিস্টও করেছেন নেইমার। গিলেরমেকে দিয়ে করান একটি গোল। আগুয়া সান্তা ও ইন্টার দে লাইমেইরার বিপক্ষেও গোল করানোর কৃতিত্ব ছিল তার। এক পর্যায়ে ‘সোমব্রেরো’ স্কিলে প্রতিপক্ষকে ঠকিয়ে এগিয়ে যান নেইমার।

হাফটাইমে তিনি বলেন, “ফিটনেস ফিরে পাওয়ার জন্যই এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। এখন আমি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি।”

দ্বিতীয়ার্ধে নেইমারের বদলি হিসেবে নামেন পদুলা। প্রতিপক্ষের হয়ে মারিয়ানো একটি গোল শোধ দেন। সান্তোসের হয়ে রবিনিও জুনিয়রের অ্যাসিস্টে গোল করেন দিয়েগো পিতুকা। এদিনই পেশাদার ফুটবলে অভিষেক হয় রবিনিও জুনিয়রের।

সান্তোস এখন ব্রাসিলেইরাওতে ১৫তম স্থানে। ১৬ জুলাই তারা ভিলা বেলমিরোতে ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...