Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
বলিউডের সুপারস্টার হৃতিক রোশন তার অভিনয় এবং দেহসৌষ্ঠবের জন্য দীর্ঘদিন ধরে সমাদৃত। তবে কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় তার চোখ ছিল সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। মেক্সিকোর অভিনেত্রী বারবারা মোরে তার চোখের প্রেমে পড়েছিলেন বলেও শোনা যায়।
সম্প্রতি ৪৩তম জন্মদিনে নিজের চোখদানের জন্য নিবন্ধন করেছেন হৃতিক। তিনি প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে সবাইকে চোখদান সম্পর্কে সচেতন ও উৎসাহিত করেছেন। তার এই সিদ্ধান্তে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ২০১৭ সালের ‘কাবিল’ সিনেমায় অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয়। সেই চরিত্রের মাধ্যমে চোখদানের গুরুত্ব তিনি উপলব্ধি করেছেন বলেই জানা গেছে।
অভিনয়ের ২৫ বছর পূর্ণ করার পর হৃতিক এবার পরিচালনাতেও পা রাখছেন। ‘কৃষ ৪’ ছবিতে বাবা রাকেশ রোশনের সঙ্গে প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকেশ রোশন একটি ছবি পোস্ট করে লেখেন, “ডুগ্গু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে উপস্থাপন করেছিলাম, এবার পরিচালক হিসেবে উপস্থাপন করছি।”
চলতি বছর মুক্তি পেতে চলেছে হৃতিকের নতুন ছবি ‘ওয়ার ২’, যা তার ফ্যানদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে থাকবে।