30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

৫০-এও তরুণী শিল্পা, সৌন্দর্যের রহস্য নিয়ে মুখ খুললেন সঞ্জয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বয়স মাত্র সংখ্যা—এই কথার জীবন্ত উদাহরণ বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সদ্য ৫০-এ পা দিলেও এখনও মেদহীন ছিপছিপে গড়ন ও দীপ্তিময় ত্বকে মুগ্ধ অনুরাগীরা। দুই সন্তানের মা হয়েও যোগাভ্যাস ও সুশৃঙ্খল জীবনের মাধ্যমে সৌন্দর্য ধরে রেখেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ে ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি সংবাদ সম্মেলনে হাজির হন শিল্পা শেঠি ও সঞ্জয় দত্ত। অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে প্রশ্ন উঠতেই সঞ্জয় রসিকতা করে বলেন, “আমরা ওষুধ না খেয়েই সুন্দর।”

বলিউডে অনেকেই বয়সের ছাপ ঢাকতে বোটক্স, ফিলার এমনকি অস্ত্রোপচারের সাহায্য নেন। যদিও শিল্পা কখনো এসব নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে তার ত্বক ও ফিটনেস নিয়ে বলিপাড়ায় গুঞ্জন কম নয়। শরীরচর্চা ও যোগব্যায়ামের প্রতি তার দীর্ঘদিনের অঙ্গীকারই মূলত তার ‘ফিটনেস রহস্য’ বলে দাবি অনেকে।

সম্প্রতি অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর পর থেকে বলিউডে সৌন্দর্য ধরে রাখতে অস্ত্রোপচারের অতিরিক্ত চাপ নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তারুণ্য ধরে রাখতে শিল্পারা কি সত্যিই কেবল প্রাকৃতিক উপায়ে তা সম্ভব করছেন?

সঞ্জয় দত্ত ইতিমধ্যে ৬০ পেরিয়েছেন, তবুও বলিষ্ঠ উপস্থিতিতে দর্শকের নজর কাড়েন। আর শিল্পা, এখনও নায়িকার চরিত্রে অবলীলায় অভিনয় করে চলেছেন। সময়কে যেন থামিয়ে রেখেছেন দু’জনেই।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...