27.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

‘তোমার ক্যারিয়ার শেষ’ গতিদানবকে কেন বলেছিলেন শেবাগ?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতা। তবে মাঠের বাইরেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঘটেছে অনেক হাস্যকর ও বন্ধুত্বপূর্ণ ঘটনা। এমনই এক মজার কাহিনি সম্প্রতি প্রকাশ করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।

এক টিভি অনুষ্ঠানে শেবাগ জানান, লক্ষ্ণৌতে এক পার্টিতে উপস্থিত ছিলেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। সেখানেই ঘটে ঘটনাটি। পাকিস্তানের ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত গতিদানব শোয়েব আখতার পার্টিতে একটু বেশি পান করে ফেলেছিলেন। এমন অবস্থায় তিনি ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে কাঁধে তুলতে যান। তবে ভার সামলাতে না পেরে দুজনেই পড়ে যান মেঝেতে।

শেবাগ জানান, “আমি তখন হাসতে হাসতে কাঁদছিলাম। শোয়েবকে মজা করে বলেছিলাম, ‘তুমি শচীনকে ফেলে দিয়েছো! এবার তোমার ক্যারিয়ার শেষ।’”

শোয়েব তখন বেশ ভয় পেয়ে যান। চিন্তায় পড়ে যান, যদি শচীন আহত হন, তাহলে তার ভারতে ঢোকা বন্ধ হয়ে যাবে, এমনকি ভারতীয় ভক্তদের রোষানলে পড়তে পারেন।

তিনি তখন শচীনের পেছনে ঘুরে ঘুরে ক্ষমা চাইতে থাকেন, এমনকি শচীনের পায়ে পড়েও গিয়েছিলেন বলে জানান শেবাগ। আজও শেবাগ ও শচীন একসাথে বসলে এই ঘটনার কথা মনে করে হাসেন।

পরে এক সাক্ষাৎকারে শোয়েবও স্বীকার করেন, “ঘটনাটা খুবই লজ্জার ছিল। শচীন পড়ে গেল, যদিও বেশি কিছু হয়নি। কিন্তু তখন মনে হয়েছিল, আমি শেষ!”

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...