30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

৩২ নম্বর ভাঙাকে ‘মব’ বলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: হাসনাত আব্দুল্লাহ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

কোনো কোনো রাজনীতিবিদ শুধুমাত্র আওয়ামী লীগের ভোটের আশায় ৩২ নম্বর ভাঙাকে ‘মব’ বলছেন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “কয়েকদিন পর এরা জুলাই গণঅভ্যুত্থানকেও ‘মব’ বলবে।”

শুক্রবার (১১ জুলাই) যশোর শহরের একটি হোটেলে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন দলীয় নেতারা।

হাসনাত বলেন, কেউ কেউ এনসিপিকে ‘নির্বাচনবিরোধী দল’ হিসেবে ট্যাগ দিতে চায়। কিন্তু এনসিপি কখনোই নির্বাচনবিরোধী ছিল না। তিনি বলেন, “আমরাও নির্বাচন চাই, তবে বিচার ও সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হলে নির্বাচন নয়।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান ঘটানো হবে। যারা এই দাবি মানবে না, তাদের লাল কার্ড দেখানো হবে।”

সভায় এনসিপির প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁদের আত্মত্যাগ এখনও রাষ্ট্রীয়ভাবে পূর্ণ মর্যাদা পায়নি। এনসিপি নেতারা প্রতিশ্রুতি দেন, আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ প্রকাশ করা হবে এবং শহীদদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদার আওতায় আনার জন্য কাজ চলবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...