Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই পরাশক্তির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এটি ছিল গুরুত্বপূর্ণ এক বৈঠক।
রুবিও তাঁর প্রথম এশিয়া সফরে আসেন ইস্ট এশিয়া সামিট এবং আসিয়ান আঞ্চলিক ফোরামে অংশ নিতে, যেখানে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো অংশ নেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এশিয়ার বেশ কিছু দেশের ওপর নতুন শুল্ক আরোপ ঘোষণার পর এই বৈঠকটি হলো। জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার ওপর ২৫%, ইন্দোনেশিয়ার ৩২%, থাইল্যান্ড ও কম্বোডিয়ার ৩৬%, মিয়ানমার ও লাওসের ওপর ৪০% শুল্ক বসানো হয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ প্রসঙ্গে বলেন, “এই শুল্ক আরোপ একতরফা এবং এটি আন্তর্জাতিক মুক্তবাজার ব্যবস্থার ওপর আঘাত।”
বৈঠকের আগে কোনো পক্ষই মন্তব্য করেনি। তবে একদিন আগেই রুবিও বলেন, চীনের রাশিয়া-ইউক্রেন সংকটে অবস্থান নিয়ে মার্কিন উদ্বেগ রয়েছে।
আসিয়ান সদস্যরা এক যৌথ বিবৃতিতে একতরফা শুল্ককে “অপ্রয়োজনীয় ও বৈশ্বিক অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ” বলে উল্লেখ করেছে। তারা বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা জোরদারের আহ্বান জানায়।
সূত্রঃ রয়টার্স