30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

লন্ডন গিয়ে ছোটবেলার স্বপ্নপূরণ করলেন নাবিলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

আয়নাবাজিখ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা আবারও আলোচনায় এসেছেন ‘তুফান’ সিনেমার মাধ্যমে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরেছেন তিনি।

এর আগে ‘আয়নাবাজি’ ও ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় অভিনয় করে দর্শকনন্দিত হন নাবিলা। মিডিয়ায় তার যাত্রা শুরু হয়েছিল এক স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে। এরপর উপস্থাপনা, মডেলিং ও নাটকে অভিনয় করে ধীরে ধীরে চলচ্চিত্রে নিজের অবস্থান গড়ে তোলেন তিনি।

বর্তমানে নাবিলা আছেন যুক্তরাজ্যে অবকাশযাপনে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লন্ডনের টাওয়ার ব্রিজ থেকে কিছু ছবি শেয়ার করেছেন তিনি। চোখে সানগ্লাস, খোলা চুলে ব্রিজের পাশে দাঁড়িয়ে তোলা ছবির ক্যাপশনে লিখেছেন— “ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন লন্ডনের টাওয়ার ব্রিজে দাঁড়াব। এবার সেই স্বপ্ন সত্যি হলো।”

অভিনেত্রী লেখেন, “এই শহরটিতে যেতে বহুবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে বাধা এসে দাঁড়িয়েছে। আজ বুঝতে পারছি, প্রতিটি জিনিসেরই একটি নির্দিষ্ট সময় ও গন্তব্য থাকে।”

নাবিলার এই পোস্টে অনুরাগীরা ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স। অনেকে লিখেছেন, “আপনি যে স্বপ্ন দেখেন, তা একদিন ঠিকই বাস্তব হয়।”

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...