33.5 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

সংসদকে অপবিত্র করেছে আওয়ামী লীগ: আলাল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “গণতন্ত্রের স্বার্থে ও একটি জাতীয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। কেউ যেন সেই পথকে বাধাগ্রস্ত না করে।” শুক্রবার (১১ জুলাই) জাতীয় প্লেস ক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান।

অভিযোগ করে আলাল বলেন, “জাতীয় সংসদে হামলা করার ইতিহাস আছে কেবল আওয়ামী লীগেরই। যারা সংসদকে অপবিত্র করেছে, সেটাই এখনো তাদের ‘পেশা’ ও ‘নেশা’।” তিনি আরও বলেন, “গতকাল আদালতে তৎকালীন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বীকার করেছেন যে, গণহত্যা চালানোর নির্দেশ তিনি পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। ইতিহাসে এমন মাইলফলক বিরল”—এমন বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন।

আলাল আরও বলেন, “বর্তমান সরকার সাময়িকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘বাকশাল’ গঠনের মাধ্যমে ১৯৭৫ সালে দল ও গণতন্ত্রকে বিলুপ্ত করে দিয়েছিলেন। শহীদ জিয়াউর রহমান বীর উত্তম সেই দলকে কবর থেকে তুলে রাজনীতিতে ফিরিয়েছিলেন।”

সভায় উপস্থিত বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার, কৃষক দলের এসকে সাদী ও কেই এম রকিবুল ইসলাম রিপন বক্তব্য রাখেন। আলাল বিএনপির সহমত ব্যক্ত করে বলেন, “আমরা বহুদলীয় গণতন্ত্র ও শান্তির পক্ষে। আওয়ামী লীগ সংস্কার-বিরোধী, সংসদ ও বিরোধী দলকে নির্মূলের বিবেচনায় অনতিহ্যপালন করছে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় বোরহানউদ্দিনে ভূয়া নামজারি তৈরী চক্রের সদস্য প্রধান দলিল লেখক বাবুল

ভোলা প্রতিনিধি, ভোলার বোরহানউদ্দিনে ভূয়া নামজারি ও দাখিলা তৈরী করে দাতা, গ্রহীতার জমির দলিল রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিচ্ছে,চক্রের প্রধান...