27.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

শুল্ক ইস্যুতে দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১১ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে বলা হয়, “দ্বিতীয় দিনের আলোচনায় দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্য কাঠামো ও সম্ভাবনার বিষয়ে যুক্তিতর্ক হয়। বেশ কিছু বিষয়ে মোটামুটি একমত হওয়া গেছে, যদিও কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে।”

ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বৃহস্পতিবার দিনব্যাপী এই আলোচনা হয়। শুক্রবার সকালে শুরু হয় তৃতীয় দিনের আলোচনা।

একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একান্ত বৈঠক করেছেন ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার-এর সঙ্গে। গ্রিয়ার ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আলোচনায় শুল্ক ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রতিযোগিতা ও ন্যায্যতার বিষয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার পোস্টে আরও বলা হয়, “বাংলাদেশ শুধু রপ্তানি নয়, আমদানির দিকেও মনোযোগ দিচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রে আমদানিও বাড়াতে চাই।” পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে।

আলোচনায় আরও অংশ নেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...