31.2 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচারব্যবস্থা যুগোপযোগী করা হবে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

কেবল টিভি ডিজিটালাইজেশন, টিআরপি সেবা ও ওটিটি প্ল্যাটফর্ম ব্যবস্থাপনায় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্প্রচারব্যবস্থা যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে কেবল টিভি ডিজিটালাইজেশন, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা ও ওটিটি প্ল্যাটফর্ম–সংক্রান্ত নীতিমালা প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, সম্প্রচারব্যবস্থা নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ভূমিকা রয়েছে। কোন মন্ত্রণালয় কোন দায়িত্ব পালন করবে, তা ‘অ্যালোকেশন অব বিজনেস’-এর মাধ্যমে নির্ধারিত। দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে ব্যবস্থাকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, সম্প্রচারব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব করতে প্রযুক্তিভিত্তিক মূল্যায়ন পরিকল্পনা তৈরি করা জরুরি। এতে অংশীজনদের সম্পৃক্ত করার বিষয়ে দুই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, লাইসেন্সিং, মনিটরিং ও মনিটাইজেশন নিয়েও দুই মন্ত্রণালয় একসঙ্গে সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে আশা করা যায়।

সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অ্যাটকো ও কোয়াবের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।

- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

খবরের দেশ ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন...