Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
২০২৬ সালের ঈদুল ফিতরে নতুন চমক নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিতব্য এ সিনেমার মাধ্যমে প্রযোজনায় নাম লেখাচ্ছেন শিরিন সুলতানা। এটি হতে যাচ্ছে তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র।
সিনেমার চিত্রনাট্য ও গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনায় থাকবেন আবু হায়াত মাহমুদ। সব ঠিক থাকলে আগামী ঈদেই শাকিব ভক্তরা পেতে যাচ্ছেন এক নতুন গল্প ও নির্মাণশৈলীর স্বাদ।
প্রযোজক শিরিন সুলতানা বলেন, “মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রথম সিনেমা প্রযোজনা করতে পারাটা আমার জন্য দারুণ আনন্দের। আমার প্রথম সিনেমায় শাকিব খান থাকছেন—এটাই বড় পাওয়া।”
তিনি আরও বলেন, “শাকিব খান মানেই হিট সিনেমার নিশ্চয়তা। আমাদের গল্পের জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত। দর্শক যেন নতুন অভিজ্ঞতা পান, সেই চেষ্টা থাকবে।”
পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “প্রত্যেক পরিচালকেরই স্বপ্ন থাকে শাকিব খানকে নিয়ে কাজ করার। আমার প্রথম সিনেমাতেই তার সঙ্গে কাজ করতে পারাটা আমার সৌভাগ্য। আমি চাই এটি যেন দর্শকের মনে দাগ কাটে।”
তিনি আরও জানান, সিনেমাটি বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা রয়েছে। দেশের বাইরেও সেট তৈরি করে ‘লাক্সার স্কেলে’ চিত্রায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শাকিব খানের ঈদ চমক নিয়ে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়ছে কৌতূহল।