Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
গণতন্ত্র ও আধুনিক সভ্যতা নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ১০ জুলাই ১০০তম জন্মদিন উপলক্ষে বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গণতন্ত্র সঠিকভাবে কাজ করেনি, আধুনিক সভ্যতাও ব্যর্থ হয়েছে।”
মাহাথির বলেন, “গণতন্ত্রে দুটি দল থাকলে ভালো। একটি জিতবে, একটি হারবে—সরকার গঠন সহজ হয়। কিন্তু সবাই নেতা হতে চায়, ছোট ছোট দলে বিভক্ত হয়, ফলে স্থিতিশীল সরকার গঠন অসম্ভব হয়ে পড়ে।”
গাজা পরিস্থিতি নিয়ে মাহাথির বলেন, “গাজায় যা হচ্ছে, তা সরাসরি গণহত্যা। খাদ্য ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদ আছে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে, কিন্তু আজ তাদের কোনো নৈতিক অবস্থান নেই। তারা বিশ্ব নেতৃত্বের যোগ্যতা হারিয়েছে।”
১৯২৫ সালের ১০ জুলাই কেদাহ প্রদেশে জন্ম মাহাথিরের। চিকিৎসক হিসেবে পেশা শুরু করলেও মাত্র ২১ বছর বয়সে রাজনীতিতে নাম লেখান। ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে ফের প্রধানমন্ত্রী হন—বিশ্বের প্রবীণতম সরকারপ্রধান হিসেবে।
নিজের দীর্ঘ জীবন সম্পর্কে মাহাথির বলেন, “অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা, নিয়মিত ব্যায়াম ও মানসিকভাবে সক্রিয় থাকাটাই আমার প্রাণশক্তির উৎস।”
মুসলিম বিশ্বের বিভক্তি ও ওআইসি’র অকার্যকারিতার কথাও তুলে ধরেন মাহাথির। বলেন, “একটি দেশ আপত্তি তুললেই পুরো সিদ্ধান্ত আটকে যায়—এটা দুর্ভাগ্যজনক।”
তিনি যোগ করেন, “ইতিহাসই বলবে আমি কী করেছি, তবে নিজের দেশের জন্য কাজ করাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”