34 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

১৪ শতকে ‘ফুটবলকে নিষিদ্ধ’ ঘোষণা করা হয় ইংল্যান্ডে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আন্তর্জাতিক ডেস্ক :

১৪ শতকের ইংল্যান্ডে ফুটবল খেলা একটি অত্যন্ত বিশৃঙ্খল এবং সহিংস কার্যকলাপ হিসেবে বিবেচিত হতো। ১৩১৪ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এডওয়ার্ড এক সরকারি আদেশে লন্ডনে ফুটবল খেলা নিষিদ্ধ করেন।
তিনি বলেছিলেন যে, ফুটবল জনশৃঙ্খলা নষ্ট করে এবং সহিংসতা ও দাঙ্গার সৃষ্টি করে। সেই সময়কার ফুটবল ছিল আধুনিক নিয়ম-কানুনবিহীন, এবং প্রায়ই শত শত মানুষ গ্রাম থেকে গ্রাম লাথি মেরে একটি বল নিয়ে যেতো, যার ফলে মারামারি, সম্পত্তি নষ্ট, এমনকি আহত বা নিহত হওয়ার ঘটনাও ঘটত।
রাজা দ্বিতীয় এডওয়ার্ড আদেশ দেন যে, যদি কেউ ফুটবল খেলতে দেখা যায়, তবে তাকে কারাবন্দি করা হবে। পরবর্তী শতাব্দীগুলোতেও বিভিন্ন রাজা—যেমন হেনরি চতুর্থ ও হেনরি অষ্টম—ফুটবলের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘বিশ্বাস রাখুন’ বলে চলেছেন মুশতাক, মাঠে নেই টাইগারদের জবাব

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজে একের পর এক ব্যর্থতায় বাংলাদেশ দল যখন হোঁচট খাচ্ছে, ঠিক তখনই স্পিন কোচ মুশতাক আহমেদ দিয়েছেন...