Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কেপপ ব্যান্ড এনসিটি’র সাবেক সদস্য তেইল (মূল নাম মুন তে-ইল) একজন চীনা পর্যটককে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সিওলের একটি জেলা আদালত তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।
৩১ বছর বয়সী তেইল এবং তার দুই সহযোগী লি ও হং গত জুনে আদালতে স্বীকার করেন, তারা মিলে এক নারী পর্যটককে পালাক্রমে যৌন নিপীড়ন করেন। আদালত এটিকে ‘অত্যন্ত গুরুতর অপরাধ’ বলে মন্তব্য করলেও, রাষ্ট্রপক্ষের দাবি করা সাত বছরের সাজার তুলনায় কম শাস্তি দেয় আদালত।
আদালতের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা প্রথমবারের মতো এমন অপরাধে জড়িত হওয়ায় কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত তিনজনকেই ৪০ ঘণ্টার মনস্তাত্ত্বিক চিকিৎসা ও কাউন্সেলিং সেশনে অংশ নিতে নির্দেশ দিয়েছেন।
তদন্ত সূত্রে জানা গেছে, তারা সিওলের ইটাওয়ন এলাকার একটি বারে ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হন ও মদ্যপান করেন। ভুক্তভোগী মাতাল হয়ে পড়লে তাকে ট্যাক্সিতে করে লির বাসায় নিয়ে যান এবং সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, এই ধর্ষণ সংঘবদ্ধভাবে হওয়ায় এটি ‘অ্যাগ্রাভেটেড রেইপ’ এবং ভুক্তভোগী অচেতন থাকায় ‘কোয়াসি রেইপ’ হিসেবে বিবেচিত হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে প্রথম অভিযোগ ওঠার পর তেইল এনসিটি ছেড়ে দেন। তবে সে সময় বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি।