Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। ভাইরাল হওয়া সেই ভিডিও নাড়িয়ে দিয়েছে দেশের তারকাদেরও। অভিনেত্রী আজমেরী হক বাঁধন এ ঘটনায় প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ ও হতাশা।
শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বাঁধন লেখেন, ‘এটা এক ধরনের মর্মান্তিক ছবি—একজন মানুষকে হত্যা করা হচ্ছে, আর সবাই দাঁড়িয়ে দেখছে! কেউ এগিয়ে এলো না। এটা কীভাবে সম্ভব? আমরা কি সত্যিই এমন দেশে বাস করছি?’
বাঁধন আরও লেখেন, ‘আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কি কেবল আমার অনুভব? মনে হচ্ছে আমরা যেন নরকে বাস করছি। আর সরকার? সব সময়ের মতো নিশ্চুপ। তারা কোথায়? কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন?’
নিজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘আমি কি এই দেশে নিরাপদ? সত্য কথা বললেই কি পরবর্তী টার্গেট আমি হব?’
গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে সোহাগকে একদল দুর্বৃত্ত পাথর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দা-প্রতিবাদের ঝড় ওঠে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও।