27 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

শাহবাজ শরিফের স্পষ্ট বার্তা: জারদারিকে সরানোর গুজব মিথ্যা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদত্যাগে বাধ্য করার বা সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির প্রেসিডেন্ট হবার গুজব সরাসরি অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘ফিল্ড মার্শাল আসিম মুনির কখনো প্রেসিডেন্ট হতে চাওয়ার কথা বলেননি, এবং এরকম কোনো পরিকল্পনাও নেই।’

জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রেসিডেন্ট জারদারি, সেনাপ্রধান আসিম মুনির ও তার মধ্যে পারস্পরিক সম্মান ও আস্থার সম্পর্ক রয়েছে। তিনজনের লক্ষ্য পাকিস্তানের অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ‘কুৎসিত প্রচারণা’ চালানোর অভিযোগ করেন, যা তিনি ‘উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ বলেও অভিহিত করেছেন। তিনি জানান, বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশের অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এই গুজব ছড়াচ্ছে এবং তারা দেশের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেবে।

পাকিস্তান পার্লামেন্টের সিনেটের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানি এই গুজবকে ‘পুরোপুরি বিভ্রান্তিমূলক তথ্য’ বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি অনলাইন ও মিডিয়ায় জারদারির পদত্যাগ ও সেনাপ্রধানের প্রেসিডেন্ট হওয়ার গুজব ছড়িয়েছে। তবে সরকারসহ বিভিন্ন মহল তা প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব একজোট থাকার চেষ্টা করছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘সোহাগ হত্যাকাণ্ড আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠার স্মৃতি জাগায়’

  খবরের দেশ ডেস্কঃ ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা এবং হত্যার পর লাশের ওপর নৃত্যের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন...