Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
জান্তা সরকারের বর্বরতায় আরও রক্তাক্ত হলো মিয়ানমার। দেশটির মধ্য সাগাইং অঞ্চলের লিন তা লু গ্রামে একটি বৌদ্ধ মঠে রাতের আঁধারে চালানো বিমান হামলায় কমপক্ষে ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিন শিশু। আহত হয়েছেন আরও অন্তত দুজন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এক জান্তা-বিরোধী যোদ্ধা ও স্থানীয় বাসিন্দা এসব তথ্য নিশ্চিত করেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত মঠের হলরুমে বোমাবর্ষণ করে জান্তা বাহিনী।
জান্তা-বিরোধী এক যোদ্ধা বলেন, “মানুষজন ভাবছিল, বৌদ্ধ মঠে থাকলে নিরাপদ থাকবে। কিন্তু সেখানে থেকেও রক্ষা পেল না তারা।”
একজন স্থানীয় বাসিন্দা জানান, হামলার পর ভোরে তিনি ২২টি মরদেহ একটি কবরস্থানে নেওয়া হতে দেখেছেন। তিনি বলেন, “অনেকের মাথায় ছিল আঘাত, কারও শরীর ছিন্নভিন্ন। সেই দৃশ্য বর্ণনাতীত। পুরো মঠ ধ্বংস হয়ে গেছে।”
২০২১ সালে গণতান্ত্রিক সরকার উৎখাতের পর থেকেই গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে সাগাইং অন্যতম রণক্ষেত্রে পরিণত হয়েছে। জান্তা বাহিনী প্রায়শই এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দমনের নামে গ্রাম ও জনপদে বিমান হামলা চালিয়ে আসছে।
এদিকে, মার্চে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর অঘোষিত যুদ্ধবিরতির গুজব ছড়ালেও বাস্তবে সহিংসতা থামেনি। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, সংঘর্ষ ও জান্তার বিমান হামলা এখনো অব্যাহত রয়েছে।