Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন তার ভাই নাভিদ আসগর।
মডেল হুমায়রার মরদেহ করাচির নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার পর বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করে, পরিবার মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং অভিনেত্রীর পরিবারের সঙ্গে তার দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না।
তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নাভিদ। তিনি জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাহোর থেকে তিনি নিজেই এসেছেন বোনের মরদেহ গ্রহণ করতে।
নাভিদ বলেন, “বোনের মৃত্যুর দিনই আমরা আরেক আত্মীয়কে সড়ক দুর্ঘটনায় হারিয়েছি। সেই শোক নিয়েই এসেছি করাচিতে। অথচ মিডিয়ায় বলা হচ্ছে আমরা মরদেহ নিতে চাইনি—এটা চরম মিথ্যাচার।”
তিনি জানান, হুমায়রা স্বাধীনচেতা নারী ছিলেন, দীর্ঘ ৭ বছর ধরে করাচিতে থাকতেন। মাঝেমধ্যে বাড়ি এলেও গত এক বছর আসেননি। গত ছয় মাসে তার ফোন বন্ধ পাওয়া গেছে এবং বিকল্প নম্বরেও যোগাযোগ সম্ভব হয়নি।
নাভিদ প্রশ্ন তোলেন, “সংবাদমাধ্যমে আমাদের নিয়ে প্রশ্ন তোলার আগে জিজ্ঞেস করুন—বাড়ির মালিক এতদিন খোঁজ নেয়নি কেন? দরজা ভেতর থেকে বন্ধ থাকল কীভাবে? সিসিটিভি ফুটেজ কোথায়?”
পুলিশ জানিয়েছে, হুমায়রার মৃত্যু নিয়ে তদন্ত চলছে। অ্যাপার্টমেন্ট থেকে দুটি মোবাইল উদ্ধার করা হলেও একটি ফোন নিখোঁজ। ডিএনএ পরীক্ষাও চলমান। রিপোর্ট আসার পরই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।