35.8 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫

বলিউডে আবেগের ঘাটতি, তাই বাংলা ও দক্ষিণের সিনেমায় সঞ্জয় দত্ত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত এবার ঝুঁকছেন দক্ষিণ ভারতীয় ও বাংলা সিনেমার দিকে। সম্প্রতি কন্নড় সিনেমা কেডি – দ্য ডেভিল’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

অনুষ্ঠানে নিজের আসন্ন তেলেগু সিনেমা ‘দ্য রাজা সাব’ নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় দত্ত বলেন, বলিউডে এখন সেই ‘প্যাশন’ বা আবেগ আর দেখা যায় না, যা একসময় ছিল। তার ভাষায়, “আমি এখন যে আবেগ খুঁজছি, সেটা দক্ষিণী সিনেমা বা বাংলা সিনেমায় পাচ্ছি। সিনেমা তো মূলত আবেগের জায়গা। আমি চাই এই আবেগটা আবার বলিউডে ফিরুক।”

প্রভাসের সঙ্গে কাজ করতে গিয়েই তেলেগু ভাষা শেখার চেষ্টা করছেন বলে জানান সঞ্জয়। হাস্যরসের ছলে তিনি বলেন, “প্রভাস মাঝে মাঝে আমাকে ভাষা শেখায়, আবার গুলিয়ে দেওয়ারও চেষ্টা করে! ও একজন দারুণ মানুষ ও চমৎকার অভিনেতা।”

চিরঞ্জীবীর প্রতি নিজের ভক্তির কথাও অকপটে বলেন এই বলিউড তারকা। তিনি বলেন, “চিরঞ্জীবী স্যারকে আমি খুব ভালোবাসি। উনি একবার মুন্না ভাই-ও হয়েছিলেন। তাঁর সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। ঈশ্বর ওনার মঙ্গল করুন।”

জানা গেছে, কেডি – দ্য ডেভিল’ মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই। তার আগে তাকে দেখা যাবে তেলেগু ছবি ‘অখণ্ড ২’ ও ‘দ্য রাজা সাব’, হিন্দিতে ‘ধুরন্ধর’ ও ‘বাপ’ এবং একটি পাঞ্জাবি সিনেমা ‘শেরান দি কৌম পাঞ্জাবি’-তে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি

খবরের দেশ ডেস্ক :  বাংলাদেশে জাতীয় নির্বাচন ঠিক কবে হবে, এই প্রশ্ন এখনাে অমীমাংসিত। নির্বাচন নিয়ে রাজনীতিতে সন্দেহ, সংশয় তৈরি...